বন্ধুরা,
বিভিন্ন মঞ্চে আমাকে দেখে
ইতিমধ্যেই জেনে গেছেন আমার বক্তব্য কতটা বলিষ্ঠ!
প্রতিটি কথা বুলেটের মতো ভেদ করে, অন্যায়কারী অত্যাচারীর বুক।
অভাবী অসহায় মানুষের পাশে আছি,
থাকবো চিরকাল!
এবার পাশ করলে পানির সমস্যা আর থাকবে না
সবকটা সাগরে মধু ঢেলে
লবণাক্ত পানিগুলোকে মিঠা পানিতে পরিণত করবো।
দেশের জন্য কাজ করি, দেশপ্রেমে অন্তর ভরি
বিয়ে সংসার এসবের কাছাকাছি যাইনি।
কি হবে ভোট পেয়ে বিজয়ী হয়ে?
অলীক ভাবনা আর প্লাস্টিকের অন্তরে কোন কিছুই
টিকবে না বেশিদিন !!!