পথহারা চাঁদকে পথ দেখাতে,
জেগে উঠি মধ্যরাতে।
গভীর ঘুমে মগ্ন থাকা অলীক শত স্বপ্ন দেখা
মানুষগুলো জাগে না আমার সাথে; জাগে না ঐ রাতে!
ওরা আমায় পাগল বলে,
কেউ বলে পাগলি।
অন্ধকারের কঠিন প্যাঁচে মাঝে মাঝে পড়ি
তবু এই ফলপ্রসূ পাগলামিটা করি!
পাগলামি করে যদি প্রাণ বাঁচানো যায়
আরো পাগলামি করবো আমি, আরো প্রাণের আশায়...