১
গরম মাথা চরম ভাব
শীতল জলে ডুবিয়ে নয়;
উত্তাপের উৎসটাকে,
ঠাণ্ডা করে দাও!
২
বাঘের বুকে প্রেমের খনি
দুই চোখেতে মুক্তা মণি;
এমন কথা ছড়িয়ে পড়া,
বন্ধ করে দাও!
৩
যাদের রুক্ষ পায়ের আঘাতে
সিক্ত মাটি শুষ্ক হয়,
ধুলাবালি উড়তে রয়,
তাদের পায়ে নিগড় দাও!