সবুজ কানন জুড়ে পাখির কূজন
গাছের ছায়ায় বসে আমরা দুজন।
প্রাণীগুলো বোবা নয় ওরা কথা কয়
মনোভাব দেয়া নেয়া, বনে সদা হয়।
বৃক্ষ বলে থাকো বন্ধু আমাদের সাথে,
ফুল ফল সব দেবো তুলে তোর হাতে।
অবারিত অম্লজান বুক ভরে নাও,
প্রকৃতির সমাহার সুখ ধরে যাও ।
কঠিন দেয়াল থাকে শহরের ঘরে,
জানালায় গ্রিল রাখে হরণের ডরে।
নগরের কালো ধোঁয়া আঁখির পাতায়
গগনের নীল রঙ আড়ালে হারায়!