রাকেশ বিনে রূপালী জ্যোতি
দিনেশ বিনে সোনালী দ্যুতি ।
আকাশ বিনে তারার মেলা
বাতাস বিনে পাতার খেলা ।
উদক বিনে ঊর্মির নর্তন
নীরদ বিনে বৃষ্টির বর্ষণ ।
বসন্ত বিনে পিকির গান
হেমন্ত বিনে শিশির দান ।
চাই না এসব অবাস্তব প্রতিশ্রুতি
চাই না, এসব অলীক অঙ্গীকার ।
দুহাত পেতেছি দাও ফিরিয়ে
আমার, দূষণমুক্ত ধরিত্রীকে ।