আমাকে দাঁড়াতে বলে,
উড়ন্ত পাখির মতো, দুরন্ত গতিতে
কোথায় আড়াল হলে?
এই মুহূর্ত, সেই মুহূর্ত অষ্টপ্রহরের
সর্ব মুহূর্তেই বন্ধ আছে প্রিয় মুঠোফোন।

তন্নতন্ন করে খুঁজেছি গুগল ম্যাপ, জিপিএস…
মিলেনি কোনো তথ্য।
পৃথিবীর মোট জনসংখ্যার সবাইকে জিজ্ঞেস করে
জেনেছি একই কথা, দেখিনি তারে।
তবে কি এই গ্রহে তুমি নেই?

তোমাকে হারিয়ে; শূন্য বিন্দুতে দাঁড়িয়ে
আমি ভগ্ন হৃদয়ের কণা কুড়াই!
আমি তো বুঝেছি-
আমার নিষ্ফল ভালোবাসা আর বিফল অপেক্ষা
মিলে বিরহ ই হবে শেষফল।

বিষ পানে আমি যে বিশ্বাসী নই
তাই নিয়তিকে কই,
আয় তোরে, সাথী করে বাঁচি চিরকাল!