নববর্ষের আগমন
নয়নে নয়নে নবস্বপ্নের জাগরণ।
মনের আকাশে উদিত হয়েছে নতুন একটি রবি।
নব্য প্রত্যাশার মিছিল নেমেছে, অন্তরের অলিতে গলিতে।
পুরানো ভুলের শাখায় শাখায় ফুটেছে নতুন ফুল।
মানব প্রেমের টাটকা পরশে,
ক্ষত হৃদয়ের এপার ওপার আজ একাকার!
২০২১ হোক সুখ ও শান্তির
২০২১ হোক স্বপ্ন ও প্রাপ্তির।
২০২১ হোক স্নেহ ও মমতার
২০২১ হোক সাম্য ও সমতার।
২০২১ হোক বিনা দ্বন্দ্ব বিনা যুদ্ধের
২০২১ হোক মহাকাশ মহাবিশ্বের!