একটি সূত্র জানতে চাই
আবিষ্কারকের নাম লিখে সার্চ করে যাই।
থ্রি ইন ওয়ান,
এক নামে তিন ব্যক্তির সন্ধান-
একজন গর্বিত বিজ্ঞানী, বাকি দুুুুজনের পেশা প্রশ্নবোধক।
ডিজিটাল যুগে, মিডিয়ার স্রোতে
হ্যাকিং ট্র্যাকিং, অনৈতিক অশোভন, গহীন গোপন পথে
এক নামে বহু ব্যক্তির নীরব বিড়ম্বনা!
অনলাইন পৃথিবীর আসন্ন গতির সাথে চাই সংগতি
বিশেষ একটি সাল ধরে
“মৌলিক নাম” আইন করে
সকল নিউবর্ন শিশুদের নামকরণ, কর নিয়ন্ত্রণ।
একটি নাম একজনে নথিবদ্ধ হলে
দ্বিতীয়জনে সে নাম যেন হয় ইনভেলিড।
এই নিয়মে, আগামী দিনে,
নিজ নামটিই হতে পারে সকল ব্যক্তির বিশুদ্ধ আইডি।