একটি বিরল বিজ্ঞপ্তি
নিজের অর্ধাংশ নিখোঁজ হয়েছে-
অজানা কারণে!!
অশ্রুভেজা সময়ের কাছে
কি কথা বলার আছে তাও জানা নেই।
পাহাড়-পর্বত, সাগর-নদী সকলের হাতে আছে সমবেদনা।
পাখিরা উড়ে যায় অচেনা ঠিকানায়
খুঁজিতে তোমার তুমিকে ।
শুভাকাঙ্ক্ষী জন করছে সারাক্ষণ ঐ অর্ধাংশের অন্বেষণ...
কর্মীরা ক্লান্ত!!
বাহিরের কোথাও নেই; তোমার কোন অংশ।
ফিরে না পায় শেষের বেলায়-
বিয়োগের এই অলীক ব্যথা...
বইবে?
নাকি ভুলবে?
নাকি খুঁজবে নিজেকে নিজের মাঝে
যেখানে সে লুকিয়ে আছে?