ধূমপানে পুড়ে যাবে
পৃথিবীর ফুসফুস!
এই ভয়ে,
জীবনের গুপ্তদ্বার দিয়ে বের হয়ে
একটু একটু করে রাস্তা কেটে, পালিয়ে গিয়েছে
কোন এক নির্জন নিখিলে!
সাথে আছে বহু টন সিগারেট
মনের আনন্দে পান করে যাবে নেশার কারণে।
সচেতন মন তাঁর হেরে গেছে,
অবচেতন মনের কাছে।
ভাবনাগুলো নাটাই ছেড়ে উড়ে গেছে দূরে
ফিরতে চায় না তাঁর বিভ্রান্ত অন্তরে।