লোকে বলে, মৌনতা সম্মতির লক্ষণ।
সম্মতি যদি জানাতে হয়, তবে মৌনতা নয়
হ্যাঁ শব্দটি বলাই উত্তম।
মৌনতা অবলম্বন করলে নিশ্চিত হওয়া যায় না-
টক, ঝাল, মিষ্টি, তিনটিই চায়? নাকি একটিও চায় না?
মৌনতার আরেক নাম নিঃশব্দ প্রতিবাদ; কিছু বুঝতে না দেয়ার ফাঁদ।
মন-কারখানায় প্রতিশোধের বুলেট তৈরি হয়ে
নীরবে আসে বাইরের বাতাসে!
মনোব্যাধির কারণে মৌন হলে, সাঁতার কাটে স্রোতের প্রতিকূলে
নিজের চুল কেটে পরচুলা লাগায় মাথায়।
মৌনতা বাড়ায় সম্পর্কে জটিলতা;
অপারগতা, ব্যর্থতা, লালিত কষ্টের তাড়নায়
কখনো বা ঘটায় সবকিছুর সমাপ্তি!!!