মনের জানালায় নিরাপদ নেট
নিখুঁত, মজবুত।
দ্বন্দ্ব নামক বিষাক্ত পতঙ্গের প্রবেশ চিরবন্ধ।
ঈর্ষা, বিবাদ, সংঘর্ষ...
ওরা বজ্রাঘাতে আহত বারবার
বাঁচার আশা নেই!
সত্য, সুন্দরের সাথে অন্তরের বন্ধন
অভিনন্দন নব সৃষ্টিকে!
মঙ্গল কাজে আশীর্বাদ রাশি রাশি...
আমি ভোট প্রার্থী নই,
শান্তি প্রার্থী।
তোমাদের আনন্দ আবেশে হৃদয় ভরি
আগামীর আশা শেয়ার করি।
বসন্ত কালে কোকিলের সাথে অরণ্যে আসি
করি প্রাণের সুর বিনিময়।
প্রেমে আগুন দেখি না
দেখি শুধু ফাগুন।
ভালোবাসার সংজ্ঞাকে গঙ্গার জল বলি না
বলি জীবনের বিস্ময়,
যা মানুষকে করে জয়!!!