সবাই ভালো মানুষ খুঁজি
ভালো মানুষকে সহজেই বুঝি
মন্দ মানুষের সঙ্গ এড়িয়ে আমরা নিখাদ, আমরা নিরাপদ।
সমাজের বিশেষ অংশ পরিত্যক্ত মন্দ বংশ
মন্দ মন কে বানাইলো রে?
নির্যাতনে বর্ধনশীল শিশুমনে বপিত হয় ক্ষোভের বিশেষ বীজ
বাইরে ওদের দেহ বাড়ে, ভেতরে বাড়ে ক্ষোভ।
আর্দ্রতাহীন অনুভূতি শিকড় ছাড়ে অন্তরে
এদেরই প্রশিক্ষণে
ভালো মানুষ মন্দ হয় দ্বন্দ্বে জড়ায় ক্ষণে ক্ষণে!
আমরা যদি না জাগি আজ
কারা গড়বে সুষম সমাজ?