গত বইমেলা-2023 এ প্রকাশিত সারাবিশ্বের বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী মানুষের প্রতি ঊৎসর্গমূলক যৌথকাব্যগ্রন্থ “সহমর্মিতার সংবেদন” এর মলাট ও ললাট আছে সুরক্ষিত, আছে সমাদৃত। বইটি বিক্রি নয় সৌজন্য কপি হিসেবে ভ্রমণ করছে দেশ প্রবাস এবং আন্তর্জাতিক মহলে। এ উৎসর্গে অংশগ্রহণকারী সকল কবির হাতে বইটির কপি তুলে দেয়ার চেষ্টা অব্যাহত আছে। এছাড়াও আগ্রহী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানায় বইটি বিশেষ সার্ভিসের মাধ্যমে প্রেরণের কাজটি চলছে অবিরত। চলতি বইমেলা-২০২৪ থেকে বই সংগ্রহ করা সুবিধাজনক হলে যোগাযোগ করুন অন্বয় প্রকাশ, স্টল ৯-১০। এক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিলে চাহিদা অনুযায়ী স্টলে বইয়ের মজুদ নিশ্চিত করতে সুবিধা হবে।
আন্তর্জাতিক এ উৎসর্গ নিয়ে পরিকল্পিত চারটি পদক্ষেপের উপর সংক্ষিপ্ত আপডেট-
১. কাব্যগ্রন্থটির মূল ভার্সন আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় ভূষিত বাংলা ভাষায় প্রকাশ
করা। প্রথম ধাপের সফল সমাপ্তি ঘটেছে ২০২৩ সালে
২. বিশেষ ও বিরল এ প্রকাশনা সংবাদ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেয়া
এবং স্বীকৃতি অর্জন করা (চলমান)
৩. ইংরেজি অনুবাদ প্রকাশ করা
৪. ইংরেজি ভার্সন থেকে বিশ্বের যেকোনো ভাষায় অনুবাদ করার লিখিত অনুমতি প্রদান করা
আপনাদের সমব্যথী হৃদয় যে মানবিক দৃষ্টান্ত রচনা করেছে তার দায়িত্বভার গ্রহণ করেছে আমার হৃদয়! হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই আগামীর দিকে। এ উৎসর্গের সাথে প্রথম থেকে জড়িত এবং বর্তমানে বইয়ের সৌজন্য কপি বিতরণে অংশগ্রহণকারী সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিরতি।