বিনোদনে বিশ্ব নাচে
হলিউড, বলিউড, ঢালিউড আরো কত নাম...
একটি চলচ্চিত্রে বহু কোটি অর্থ ব্যয়।
সুপার স্টার,
বিপুল অংকের পারিশ্রমিক!
নয় কি ওরা মহাতারকা
বাস্তবতার মঞ্চে যাদের কাজ?
সূর্যের খরতাপে, কোমল হাতে, ভাঙ্গে কঠিন ইট
গড়ে তুলে বড়লোকের স্বপ্ন অট্রালিকা!
সারাদিন পরিশ্রম
তবু ক্ষুধার আক্রমণ;
অল্প কটা টাকায় যে বাঁচা যায় না।
বাড়বে কি পারিশ্রমিক এই মহানায়কের?