মহাপ্রলয়ের আগে
একটি বিমল শুভ্র বর্ষা দিয়ে,
পৃথিবীর দেহ থেকে মুছে দিও,
মানব পাপের কালো দাগ।