মেয়াদোত্তীর্ণ স্বপ্ন পূরণের স্বর্ণালী মুহূর্ত!
বংশীরবে, হৃদয় জাগে-
মধুর অনুভবে!!
বৈরী তরঙ্গের ভাজে ভাজে হারানো ইচ্ছেগুলো;
ফিরে এসেছে নতুন সাজে।
এলোমেলো বাতাসে উড়ে যাওয়া কথাগুলো, হয়েছে ছন্দময়;
যারে কবিতা কয়।
নাফোটা গোলাপ, ফুটেছে সব রঙিন পাপড়ি মেলে।
আঁখিতে আঁখিতে আপনি মিলেছে রংধনুর সাত রং
আজ,
এই আনন্দ মেলায়-
আকাশও নেমেছে নিজের নীল দিতে।