দেনা পাওনায় বিশেষজ্ঞ ব্যক্তিগণ
জন্মদাত্রী জননীর পাশে ঋণ রেখে,
নাম দিয়েছেন মাতৃঋণ!
দিতে কি পেরেছে মাতৃঋণের সমীকরণ???
আমি,
আমার মায়ের কোলে নবজন্ম লাভ করি
প্রতিটি বছরে মার্চের বারোতে।
মায়ের আঁচল দিয়ে বাদল সরিয়ে;
আলো মাখি আঁখিতে আঁখিতে।
আকাশের উদারতা আবিষ্কার করি মায়ের অন্তরে।
জীবন খাতার পাতায় পাতায় আঁকি,
সন্তানের মঙ্গলে মায়ের আজীবন বিসর্জন চিত্র।
বিনিময়ে মা তো কিছুই চায়নি
মা তো দেয়নি সুদাসল বা কিস্তিতে তা
ফেরৎ দেবার শর্ত।
মায়ের সমান বা সমীকরণ হয় না কিছুতে
তুলে নাও,
মায়ের জগৎ থেকে ঋণাত্মক শব্দ…