ধনবানদের মানবতায় ভাইরাস ঢুকে পড়েছে,
সহানুভূতি, সমবেদনাকে সংক্রমিত করেছে;
ছোট একটি ভুলের জন্য নির্মম পিটুনি খাই
সেদিন থেকে চাকরের কাজ আর নাহি চাই ।
গাড়ি আছে, বাড়ি আছে টাকা-পয়সা অঢেল -
আরো টাকা আনার জন্য স্ত্রীকে বানায় মডেল ।
ধনীদের কর্ম দেখে কপাল ভিজে ঘামে;
বাঁচতে আমি চাইনা, ঐ বড়লোক নামে ।
ভিক্ষা ছাড়া অন্য কোন কাজ আমার নাই
আহারটুকু জোগার হলে বাড়ি ফিরে যাই ।
দুটি টাকা হাতে পেলে বউয়ের বালা কিনি
ভালোবেসে আমার ঘরে আলো জ্বালায় যিনি ।
আমারও বন্ধু আছে, আছে সহকর্মী
বিপদে আপদে হয় সহমর্মী ।
ফুটপাথে বসবাস পঙ্গু কিছু লোক
ভিক্ষা থেকে ভিক্ষা দেয়া স্বর্গীয় সুখ!