মা তোর লাল সবুজের মানচিত্র
আঁকা আমার বাঁকা চাঁদে,
এই নয়নে নয়ন রেখে,
ভিনদেশীরা তোকেই দেখে!


(বাঁকা চাঁদ = চোখ)