কৃত্রিম চাঁদ নির্মাণকাজ চেংদু শহরে,
উৎক্ষেপণ, স্থাপন তারপর নবচাঁদ আকাশে আকাশে !
চিরচেনা একটি সত্য চাঁদ তুমি-
যদি আসে তোমার পাশে নতুন নতুন চাঁদ,
যদি আসে হাতের তৈরি চাঁদের বংশধর,
যদি ওরা হতে চায় তোমার প্রতিবেশী,
যদি প্রখর-উজ্জ্বলতর মুনলাইট থাকে সারাবছর সারারাত
তুমি কি জানাবে স্বাগত ?
তোমার রূপালী স্নিগ্ধ জ্যোৎস্না কি করবে
কৃত্রিম চন্দ্রকিরণের সঙ্গে করমর্দন ?
মানুষ কি যেতে পারবে ঐ চাঁদের দেশে ?
খুব জানতে ইচ্ছে করে...