দূর পরবাসে ডাকপিয়ন এসে
দিয়ে গেল কণ্ঠভেজা কথার পোস্ট।
এভাবে কাঁদলে
চোখের জলে চোখ ডুবিয়ে রাখলে
কিছুই দেখতে পাবে না।
এই ধর্ষণকে বন্য প্রাণীর আক্রমন ভেবে-
ঘুমিয়ে পড়, আপন আলয়ের জানালা খুলে।
ভয় পেয়ো না
রাতের বাতাস, তারা ভরা আকাশ সবাই তোমার শুভাকাঙ্ক্ষী।
ফিরে দেখ ডায়রীর পাতায় পাতায়
আমার প্রথম দেয়া গোলাপের পাপড়িগুলো
স্মৃতির শুভ্র তরঙ্গে দুলছে,
গীতিময় দিনের কত কথা বলছে।
হৃদয় রাজ্যের রাণী
রক্ষা করো ভালোবাসার কপিরাইটখানি।
আমার ঘরের দুয়ারে তোমার আলতা পায়ের ছাপ
এ যেন লাল গালিচা চিরকাল...