যদি দৃষ্টির আড়ালে কিছু দেখতে চাও
কবি হয়ে যাও…
যদি অনাবৃষ্টিতে মন ভিজাতে চাও
কবি হয়ে যাও…
যদি অন্ধকারে আলোর আলিঙ্গন চাও
কবি হয়ে যাও…
যদি অবেলার অতিথি হতে চাও
কবি হয়ে যাও…
যদি উত্তরে দখিনা সমীরণ চাও
কবি হয়ে যাও…
যদি চা বিহীন কাপে উঞ্চতা চাও
কবি হয়ে যাও…
যদি আমাকে চাও তবে ফিরে যাও
আমি যে তোমার যোগ্য নই!