সঙ্কর ভাষা চাহনিটা বাঁকা
সাদা আবরণে সারাদেহ ঢাকা।
কীভাবে জানবে নর নাকি নারী,
কোন দেশে ঘর কোথায়বা বাড়ি?
দিশেহারা হয়ে দিকে দিকে ঘুরে;
থেমে থেমে পথে, চাপামাটি খুঁড়ে!

উদাসীন থাকে কয় না তো কথা
কার ইশারাতে, এই নীরবতা?
সারারাত জাগে তারাদের সাথে
হারিয়ে যায় সে, আঁধারের মাঝে।
একদিন ভোরে খুঁজি আমি তারে
সে যে চলে গেছে নিজ ভবপারে!