ক্ষুদ্র মোমের বাতিটি
অন্ধকারে সূর্য তুল্য;
আলোর আসরে যার
নেই কোন মূল্য ।
বৃষ্টিকণা শুষ্ক মাটিকে
ফিরিয়ে দেয় প্রাণ;
সে জলবিন্দু জলাশয়ের
নেইকো প্রয়োজন ।
ছিন্ন বস্ত্র শীতাক্রান্ত দেহে
উষ্ণতা রাখে ধরে;
বিলাসীরা আবর্জনার মত
তা পরিত্যাগ করে ।
একমুঠো ভাত ভিখারিকে
স্বর্গীয় তৃপ্তি দেয়;
খাদ্যটুকু তুচ্ছ বিবেচিত
ধনীর রসনা পূজায় ।
এ জগতে ছোট ছোট
অনেক কিছু আছে;
আকারে ক্ষুদ্র হলেও
বড় থাকে কাজে!