শেষ বিদায় শেষে, না ফেরার দেশে
চলে গেলেন মনিব!
বিয়োগ বেদনায় কাতর
স্বজনদের অশ্রুতে ভিজে যায় মাটির বুক।
কাছের দূরের কত শত জন
জীবন বৃত্তান্ত, আলোচনা সভা, আত্মার মাগফেরাত।

কেটে গেছে শোকের ছায়া
ব্যস্ত পৃথিবী চলছে নিজের নিয়মে;
কারো হাতে সময় নেই।
শুধু পোষা বিড়ালটি কবরের পাশে বসে
মিউ... মিউ... করছে আর বলছে-
ওরা তোমায় ভুলে গেলেও
আমি ভুলিনি!


কিছু উচ্ছিষ্ট খাবার, কিছু মাছের কাটা
ক্ষুদ্র প্রাপ্তির বৃহৎ কৃতজ্ঞতা,
একটি পোষা প্রাণীর কাছে হার মেনেছে অকৃতজ্ঞ মানুষ!