জল পিপাসার ভান করে,
খলনায়িকা এসেছে দোরে, চুপিসারে।
করুণা নিয়োগ হলে, বিয়োগ হবে তব জীবনের
অমূল্য ধন কাঞ্চন রতন;
যা, ফিরে পাবে না আর কোনোদিন!
সমাজ সংসারে কই গিয়ে দাঁড়াবে
সবাই যখন সর্বহারা পুরুষ বলে,
তোমাকে তাড়াবে?
না না, মন্দের স্রোতে এভাবে ভেসে যেও না
যেও না দিতে একবিন্দু ভুলের
এক হিমালয় মাশুল।
ওসব এড়িয়ে, বেড়িয়ে পড়ো
বিশুদ্ধ বাতাস আর মুক্ত আকাশের নিচে
নিজেকে মেলে দিতে।