মাছের মত লেজ লাগিয়ে ছেড়ে দিয়েছে জলে
বড়শি দিয়ে ধরে আবার তুলেছে স্থলে।
পাকা ফল আছে; তেল মাখা গাছে
সবই তোমার জন্য-
সবকটা ফল দেবার পরও একটিও না পাবে
ফলের কাছে পৌঁছার আগেই পিছলে পড়ে যাবে।
এক লাফ...দুই লাফ...
বহু লাফের পরে, ক্লান্ত দেহটি গাছের গোড়ায় ঝরে!