অতল জলের গহীন থেকে
কে যেন ময়নাকে ডাকে !
স্পষ্ট ভাষায়
কে যেন বলে যায়,
ময়না তোমার ডুবন্ত গয়না ভেসে উঠবে -
জলের ই আন্দোলনে !
খাঁটি সোনার অলংকার, অমায়িক ঝংকার
আজও উজ্জ্বল, আজও নির্মল
আজও চায়;
তোমার অঙ্গের নিবিড় আলিঙ্গন ।
সময়ের হাতে আছে প্রকৃতির ক্যালকুলেটর
একদিন ফলাফল দিতে আসবে;
আসবে,
মাটির বুকে একটি তারার মিষ্টি হাসি দেখতে
আসবে তোমার অভিলষিত উৎসবে ।