স্বর্গে যাবো
পথ নির্দেশক বলছে-
পাঁচ কিলোমিটার বামে ড্রাইভ কর
যেতে যেতে মাঝপথে একটি ডোরাকাটা ডগ, রাস্তা ব্লক।
ভুল হয়ে গেছে,
এক কিলোমিটার রিভার্স ড্রাইভ কর
তারপর রাইট টার্ন নাও
এই টার্নের একটু পরেই দেখি একটি মরুভূমি।
কি পথ দেখালে আমায়?
নির্দেশকের চোখ দুটি ইউ টার্ন নিচ্ছে!
স্বর্গে যেতে হলে উপরের দিকে যেতে হবে
একটি উড়োজাহাজের ব্যবস্থা কর
না পারলে তৃষ্ণায় মর।
স্বর্গে যেতে চাই না আমি,
ফিরে যেতে চাই আপন আলয়ে;
রাস্তা চিনিতে একটি কবুতরের মস্তিষ্ক দাও।
বড় দেরি হয়ে গেছে বন্ধু…