ক্ষুদ্রতম শক্রর বৃহত্তম আক্রমণে
কেঁপে উঠেছে বিশ্ব হৃদয় ।
করোনার চরম আঘাতে বৈশ্বিক মহামারী;
প্রকৃতির নির্দয় সিদ্ধান্ত
নাকি আন্তর্জাতিক দ্বন্দ্বে গোপন জীবাণু যুদ্ধ ?
তোরা যে যাই ভাবিস ভাই - আমি যে মানুষ বাঁচাতে চাই
দেশ ও বিদেশে, গ্রাম ও শহরে
অন্তরে অন্তরে জাগাতে হবে
‘মানবতা’ ।
কান পেতে শুনতে হবে
সারি সারি নিথর দেহের নীরব প্রশ্ন
শ্বাসকষ্টে একটু অক্সিজেন চেয়েছিলাম
কেনো পাইনি ?
কী অপরাধ করেছি আমি ?