কালের সকল কথা, কান পেতে শোন।
যুগের মুখের বাণী-
বিনা অভিযোগে মান ।
অত্যাধুনিক সময়ে
ভালোবাসা কিলোগ্রামে বিক্রি হয়!
অভিমান করে তুমি ভুল কর না
কিছু প্রেম ক্রয় কর পয়সার বিনিময়ে ।
মডার্ণ যুগের মেঘেরাও রাজনীতি করছে
বৃষ্টির অভাবে পৃথিবী বলছে;
দৃষ্টিশীল মানুষের অশ্রুগ্রন্থি থেকে
কিছু জল ঢেলে দাও-
নইলে মাটির বুক ফেটে যাবে,
প্রতিটি ফাটল হবে এক একটি কবর!