এনেছি আমার প্রশ্নমালা, পুষ্পমালা নয়
কি কারণে বরণ করলে চরম পরাজয় ?
তব সুরেলা কন্ঠ কেন বন্ধ আছে
প্রাণের বীণাটি কেন পরের কাছে ?
কেন জ্যোৎস্না নেই পূর্ণিমা রাতে
গল্প জমেনি কেন তারার সাথে ?
সমুদ্র-বাহন কেন ডোবাতে ভাসলো
বসন্ত-কোকিল কেন বর্ষাতে আসলো ?
কেন সিংহ আছে পিঁপড়ার ঘরে
তিলের গাছে কেন তাল ধরে ?
চারের বদলে কেন তিনে হলো হালি
তবু কেন দিয়েছিলে জোর করতালি ?
কার ধমকে তুমি থমকে দাঁড়ালে
চিরচেনা পথে নিজেকে হারালে ???