শর্টকাট পোশাক
বয় কাট চুল,
দেহ বলে নারী
ড্রেস বলে পুরুষ,
মুখে তোমার পরভাষা বলছো কেমন?
মেক এন্ড ব্রেক
ফেসবুক ফ্রেন্ড,
অসংখ্য ফলোয়ার
আপডেট রেগুলার,
সংসারে মন দিতে পারছো কেমন?
পিছন থেকে ফিল্ডার
বল নিক্ষেপ করেছে,
জীবন নিয়ে খেলতে গিয়ে
রান আউট হয়েছো,
শত দর্শকের মাঝে নিজেকে দেখছো কেমন?