জীবন মানে যন্ত্রণা
এমন কথা ভেব না ৷
জীবন মানে নিজেকে প্রমাণ করার সুযোগ
সফলতার প্রভায় উজ্জ্বল বদন, নামটি প্রমুখ ৷
জীবন মানে পরীক্ষার নির্ধারিত সময়
প্রশ্নোত্তর সঠিক হলে সহজে উত্তীর্ণ হয় ৷
জীবন মানে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি
প্রচেষ্টা, আবিষ্কার আর প্রদর্শিত যুক্তি ৷
জীবন মানে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র
কোন কিছুই বিচ্ছিন্ন নয় ব্যক্তি, বস্তু বা ক্ষেত্র ৷
জীবন মানে উদ্ভাবনে নবেল পুরস্কার
কৃতিত্বে স্বর্ণপদক পাওয়া বহুবার ৷
জীবন মানে কলম যুদ্ধে বিজয়ী বিশ্ব কবি
ক্ষুদ্র একটি রঙতুলিতে আঁকা বৃহৎ ছবি ৷
জীবন মানে হিমালয়ের চূড়ায় উঠে বসা
ইচ্ছাশক্তি দৃঢ় হলে পূরণ হয় আশা ৷
জীবন মানে পেরিয়ে যাওয়া সকল কঠিন বাধা
পায়ে ঠেলে সরিয়ে দেয়া পথের কোন কাঁটা ৷
জীবন আসলে ওয়ান টাইম ইউজ
অপব্যবহারে অকালে হয় ফিউজ !