প্রাণের প্রতিজ্ঞা নিয়ে
যে নদীর তীরে শত ভেলা ভিড়ে;
গভীর জলের তলে কলাকৌশলে
ভেলা ডুবানোর খেলা-
দেখেও না দেখার ভান করে
আরো একবার বলি,
চোখ তুমি বন্ধ থাকো অন্ধসম!
জেনেও যে কথা যায় না বলা
সে কথার ওজন, পাথরের মতন
ধারণ করেছি উভয় অলিন্দে।
ঠোঁট দুটি অবসরে থাকা ই উত্তম
তা না হলে;
ধরতে হবে অধমের হাতে পায়ে...