যেতে যেতে পথে
চলমান যুগল সিঁড়ির মুখোমুখি;
তারপর,
একটিতে আমি অন্যটিতে তুমি; মধ্যখানে চিরস্থায়ী বিভাজক।
যুগে যুগে ঐ বিভাজকের বৃদ্ধি হয়েছে, বিবর্তন নয়!
জীবন নদী বহমান ছিল নিজের নিয়মে...
আজ, ষাট বছর পরে
প্রশ্নবোধক চাহনি সকলের চোখে, জিজ্ঞাসা সকলের মনে
যার অর্থবহ অনুবাদ-
"কেন?”
এই পৃথিবীতে
এই 'কেন' প্রশ্নের অগণিত বংশধর আছে
ওরা নিজের মতো বাঁচে,
উত্তর মিলে না, মিলবে না কোনদিন!!!


**(ষাট বছর বয়সী এক বৃদ্ধার অনুরোধে লেখা এই কবিতা তাকেই উৎসর্গ করলাম)