নিয়ম না জেনে কবিতা লিখা প্র্রকৃত পক্ষেই ঝুঁকিপূর্ণ। তবে নবীন কবিদের ক্ষেত্রে নিয়মের কিছুটা নমনীয়তা রাখা যায়। নিয়মের সবটুকু জানা নেই বলে কবিতা লিখতে মানা নেই। লিখতে থাকুন আর শিখতে থাকুন দেখবেন একদিন লিখা এবং শিখা দুটোই হয়ে যাবে। পথ অচেনা বলে, পথে পা না বাড়ালে সে পথ অচেনাই রবে চিরকাল! বাংলা কবিতার আসরে যে কোন কবিতার কাব্যিকতা, শব্দের সঠিক বানান সহ সব রকমের সংশোধনী দেবার মত অনেক গুনী এবং বিজ্ঞ কবি আছেন। নতুন কবি বন্ধুরা পিছপা নয় কবিতাকে ভালোবেসে থাকলে নিজের লেখনী পোস্ট করুন আর এগিয়ে চলুন। যে কবিতা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়, সে কবিতা প্রচলিত নিয়মের বাইরে হলেও জন্ম দেবে 'নতুন নিয়মের'।
আলোচনাটি ১০৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৯/১১/২০১৭, ০২:৪২ মি: