দরজা খোল
ভেতর থেকে কোন সাড়া নেই
কি ব্যাপার দরজা খুলছ না কেনো?
ভুলে গেছো আমরা আজ বৈশাখী মেলায় যাবো?
দরজাটা খোল প্লিজ
না, এখনও কোন সাড়া নেই;
ঘুমিয়ে পড়েছে মনে হয়।
আমি বরং সাজটা সেরে আসি তারপর তাঁকে জাগাবো।
আজ নববর্ষ নতুন সাজ!
তুমি কি জেগেছ?
নাকি এখনও নিদ্রিত?
এমন করে ডেকো না গো তুমি-
জাগ্রত কবিকে জাগাতে যেওনা গো তুমি-
ভাবনার তরীতে ভ্রমণ করে বর্ষ বরণের কবিতা লিখছি...