তুমি কাল্পনিক,
তুমি সত্য, তুমি গল্প-
তুমি আরো, আরো অনেক কিছু!
তোমাকে জানার সমান্তরালে যা কিছু অজানা আছে
তাতেই আমার চিরকৌতুহল।
নবীন সূর্যের কোমল আলোয় অবগাহন করে
শুদ্ধ মন আর বিশুদ্ধ শক্তি নিয়ে
যুদ্ধক্ষেত্রে গিয়েছিলে,
উত্তোলিত করেছিলে পৃথিবীর অবনত অন্তর!

আজ তোমার অভিমানী ঠোঁট দুটো অনড়
মুখে কোন কথা নেই,
চোখের মাঝে শত জনমের দৃশ্য সঞ্চিত আছে…
অনুবাদ করবার যোগ্যতা, নেই আমার।
বন্ধু তোমার এত কাছে থেকেও
অনেক কথা রয়ে গেলো অজানা!