দেখা হয়েছিল জীবনের পথে
অদৃশ্য কালিতে লেখা হয়েছিল, কত শিরোনাম, কত কবিতা ।
অপলক চাহনি,
নির্ঘুম রাত; অনুভূতির অনুবাদ...
কত আশা মরেছে, কত ফুল ঝরেছে
লাল, নীল সবুজ কত রং হয়েছে হালকা।
তোমার স্মৃতির রং
হয়নি মলিন যুগান্তরে!