থেমে থেমে চলা নয়
চলতে চলতে ক্ষণিক থামা,
বাহন থেকে একটুু নামা।
বিরতির ক্ষুদ্র দৈর্ঘে
দেহ ঘড়ি, শক্তি ধরি, মুষ্টির পুষ্টিতে।
মন ব্যাটারি, ডাউন হলে রিচার্জ করি
আত্মবিশ্বাসের আউটলেটে।
মেরুদণ্ড চির অখণ্ড আসুক যতই,
সময়ের চাপ।
রুক্ষ হয়ে পৃথিবীকে, দুঃখ দিতে চাই না
সহনশীল এই, ইচ্ছার বাইরে তো যাই না।
এক দুই তিন, রাত শেষে দিন
যাপিত জীবন শেষে হবো বিলীন!