সূর্যটা জাগার আগে চলে যেও তুমি
আলোর বিস্তারে বিতাড়িত হয়ে, কালো অন্ধকার
রেগে যেতে পারে;
পারে তোমার প্রাণটা প্রনষ্ট করতে!
বাকি কথা একদিন গোপনে সুধাবো।
(মূল ভাবনা: মঙ্গলজনক কোন কাজে বা সিদ্ধান্তে যদি কোন প্রতিবাদের সূচনা হয় এবং এর কারণে যদি ক্ষতিকারক কিছু ঘটার সম্ভাবনা থাকে তাহলে কাজটি এগিয়ে নেয়ার জন্য গোপনীয়তা রক্ষা করাই উত্তম।)