চারিদিকে কোলাহল ভয়ঙ্কর শব্দ
সতর্ক থাকিস তোরা পথে ঘাটে রক্ত!
কার ছেলে গুলি খেয়ে শায়িত মাটিতে
যার মাতা কাঁদে বসে ধুলার পাটিতে।

আমার মৃত্যুর আগে ছেলের মরণ
বুলেট কি অন্ধ ছিল আমার মতন?
দিন কানা বুলেটের জাত কানা চালক
বাহিরে সাধক ওরা ভিতরে ঘাতক।

এক জাতি এক ভূমি, কেনো খুনাখুনি
জ্বালাও পোড়াও ছেড়ে আশাবীজ বুনি।
গুলি ছেড়ে তুলি ধরো, দুটি রঙ রাখো
সবুজ পতাকা মাঝে লাল বৃত্ত আঁকো।