একই গাছের ফলনে ভিন্ন আকার আকৃতি
এখানে কোন খেলা খেলছেন ঐ প্রকৃতি?
যাদুর খেলা নয় ‘জিন’ তারে কয়,
সেগ্রিগেশন নিয়মে নিয়ন্ত্রিত হয়।
সকল জীবের বংশগতিতে থাকে জিনের ধারা
বিফলে বিকলাঙ্গ, প্রতিবন্ধী অথবা যায় মারা!