এসো কবি এসো রবি কাব্যচর্চা করি
মিলে মিশে এক হয়ে ছন্দ গাঁথা ধরি।
সম্প্রীতির ছন্দটাও গেঁথে নিতে হবে
ব্যতিক্রমে বন্ধুরাও দূরে সরে রবে।




** কবিতাটি উৎসর্গ করলাম আসরের সকল কবির অভিমুখে।