এমন একটি কবিতা লিখে দাও-

যা, ছাঁকনি হয়ে
অন্যায়, অত্যাচার আর ক্ষমতার লোভ থেকে
পৃথক করবে মানুষকে!
মুখোশধারী সমাজ-সেবকের বাড়িতে
চাকরানী নির্যাতনের কথা ছন্দে ছন্দে বলবে!

যা, মিথ্যার আবরণে ঢাকা জীবনকে উন্মুক্ত করে
কলুষিত মনের বিষাক্ত বিক্রিয়া
নিষ্ক্রিয় করতে সক্ষম হবে!


এমন একটি কবিতা লিখে দাও-
যা; পশু আর মানুষের মাঝে পার্থক্য দেখাবে!