কালো মেঘের হৃদয় থেকে
শুভ্র সাজে বৃষ্টি এসে
কেমন করে ভিজিয়েছিল তোমার নীল শাড়ি
একটু যদি বলতে…

বাতাসের ভাঁজে ভাঁজে, মৌনতার নির্বাক ডাকে
কেন তুমি জেগেছিলে মধ্যরাতে,
একটু যদি বলতে…

রঙ বদলের খেলায়
ভ্রান্তি যোগের মেলায়;
কে তোমাকে এনেছিল
একটু যদি বলতে…

শূন্যতার মাঝে স্নিগ্ধতা খুঁজে
কী পেলে…
আর
কী হারালে…
সবটুকু ই যদি বলতে !
……………………………..