আকাশের আমন্ত্রণ পাবার আশায়
সুদে নেয়া ডানায় উড়ে আসছে
একটি নবীন পাখি!
ঐ দিকে যে পূর্বাভাস!
মেঘসৈনিক বিক্ষোভে মুষলধারে বৃষ্টি হবে,
সাথে বজ্রপাত।
বিদ্রোহী বাতাসে মিশবে কালো ধোঁয়া, ক্ষুব্ধ ধূলিকণা।
চোখ দুটো খোলা যাবে না; দেখা যাবে না-
বায়ুপথ কোন দিকে গেছে বেঁকে।
আত্মরক্ষায় সূর্য মামা ছিন্ন করবে আত্মীয়তার বন্ধন।
এত আপদ, এত বিপদ, এত ঝড়-ঝঞ্ঝা
কি আশায় পাখি যায় সম্মুখ পানে?
কে পারে, বুঝাতে তারে?
কে পারে, টেনে দিতে একটি স্টপলাইন?