ফুল লাল, দুল লাল
নারীদের চুড়ি লাল,
নববধূর শাড়ি লাল ।
জীবদেহের রক্ত লাল
পাকা ফলের রঙ লাল,
টিয়া পাখির ঠোঁট লাল ।
পূর্বাকাশের সূর্য লাল
সংবর্ধনার গালিচা লাল,
উদ্বোধনীর ফিতা লাল ।
প্রকৃতির স্বীকৃতি পেল যে লাল
মানুষকে সম্মান করে যে লাল,
বিপদ সংকেতে কেন সে লাল ?
একই রূপের ভিন্নার্থ
করছে আমায় বিভ্রান্ত !